ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যার ঘটনায় পৌর মেয়র মীরুর গাড়িচালক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
শিমুল হত্যার ঘটনায় পৌর মেয়র মীরুর গাড়িচালক গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরুর গাড়িচালক শাহীন আলমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জেলার বেলকুচি উপজেলার বেলকুচি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি বেলকুচি উপজেলার নলুয়া দক্ষিণপাড়ার মোক্তার হোসেনের ছেলে।

 

শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, সাংবাদিক শিমুল হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে শাহীন আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ নিয়ে এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হলো।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।