ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খালপাড় থেকে সরানো হচ্ছে উচ্ছেদের মালামাল

উর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
খালপাড় থেকে সরানো হচ্ছে উচ্ছেদের মালামাল নন্দীপাড়া খালে উচ্ছেদ অভিযান। ছবি: বাংলানিউজ

নন্দীপাড়া খালপাড় থেকে: রাজধানীর পূর্বাঞ্চলে নন্দীপাড়া থেকে ত্রিমোহনী পর্যন্ত খালপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) উচ্ছেদ অভিযান শুরুর প্রথম দিনে অধিকাংশ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পর মঙ্গলবার চলছে ভাঙ্গা স্থাপনার মালামাল সরিয়ে নেওয়ার হিড়িক। বুধবারও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র।  

সোমবার ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে খাল দখলমুক্ত অভিযান শুরু করেন। সোমবার দ্বিতীয় দিনে অভিযান এলাকায় তৎপর দেখা যায় পুলিশকে।

খিলগাঁও থানার এসআই ফারুক বাংলানিউজকে বলেন, খালের ওপর তৈরি করা সব দোকান গতকালই (সোমবার) ভেঙে দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) দোকানিরা তাদের অবশিষ্ট মালপত্র নিয়ে যাচ্ছে। আমরা তদারকি করছি। নন্দীপাড়া খালে উচ্ছেদ অভিযান।  ছবি: বাংলানিউজ

উচ্ছেদ অভিযান শুরুর পর থেকে খালের ওপর থেকে প্রায় ১ হাজার দোকান ভেঙে দেয়া হয়েছে দাবি করে স্থানীয় ব্যবসায়ী হাসান আহমেদ বলেন, এই খালের ওপর প্রায় দেড় হাজার দোকান অবৈধভাবে করা হয়েছিলো। গতকাল সব ভেঙে দেয়া হয়েছে। আমরা এতে খুব খুশি। আমরা চাই খালটি আবার আগের চেহারায় ফিরে আসুক।
 
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।