সোমবার ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন নিজে উপস্থিত থেকে খাল দখলমুক্ত অভিযান শুরু করেন। সোমবার দ্বিতীয় দিনে অভিযান এলাকায় তৎপর দেখা যায় পুলিশকে।
খিলগাঁও থানার এসআই ফারুক বাংলানিউজকে বলেন, খালের ওপর তৈরি করা সব দোকান গতকালই (সোমবার) ভেঙে দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) দোকানিরা তাদের অবশিষ্ট মালপত্র নিয়ে যাচ্ছে। আমরা তদারকি করছি।
উচ্ছেদ অভিযান শুরুর পর থেকে খালের ওপর থেকে প্রায় ১ হাজার দোকান ভেঙে দেয়া হয়েছে দাবি করে স্থানীয় ব্যবসায়ী হাসান আহমেদ বলেন, এই খালের ওপর প্রায় দেড় হাজার দোকান অবৈধভাবে করা হয়েছিলো। গতকাল সব ভেঙে দেয়া হয়েছে। আমরা এতে খুব খুশি। আমরা চাই খালটি আবার আগের চেহারায় ফিরে আসুক।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
জেডএম/