এসময় অগ্নিদগ্ধ হয়েছেন শেফালী বেগম (৪০) নামে এক গৃহবধূ। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন-ওই গ্রামের মৃত ওজিমুদ্দিনের ছেলে আজাদুল ইসলাম, আলতাফ হোসেন, আফতাব হোসেন, আশরাফুল ইসলাম ও আসাদুল ইসলাম। অগ্নিদগ্ধ শেফালী বেগম আজাদুল ইসলামের স্ত্রী।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে উপজেলার ভুলবাড়িয়া গ্রামের আজাদুল ইসলামের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
টের পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ৫ ভাইয়ের ৬টি বসতঘর, ৭টি গরু, ৪টি ছাগল, ৩টি ভেড়া, কয়েকটি হাঁস-মুরগি, ঘরের ভেতরের রাখা চাল-ডাল, নগদ ১৫ হাজার টাকা, জমির দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে তাদের প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওসি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান, ছাতারদিঘি ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার রুদ্ধ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তারা ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, ১২টি শাড়ি, ১২টি লুঙ্গি ও কয়েকটি কম্বল এবং নগদ ১০ হাজার টাকা বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ