ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন  শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে সাংবাদিকদের মানববন্ধন-ছবি-বাংলানিউজ 

গাজীপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন সাংবাদিকেরা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিকস ও অনলাইন পত্রিকার সাংবাদিকেরা।

 

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত দৈনিক দিনকালের দেলোয়ার হোসেন, যুগান্তরের মো. আমিনুল ইসলাম, এনটিভির নাসির আহম্মেদ, বাংলাদেশ প্রতিদিনের মো. খায়রুল ইসলাম, দৈনিক খবরের মো. রুহুল আমীন, দৈনিক সমকালের ইজাজ আহম্মেদ মিলন প্রমুখ।  

এসময় বক্তারা দ্রুত সাংবাদিক শিমুল হত্যার বিচার দাবিসহ দেশব্যাপী সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের শাস্তির দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭

আরএস/আরআর/এএ
  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।