নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক-ছবি:বাংলানিউজ
আশুলিয়া, সাভার: নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি গাড়ি রাস্তার উপর উল্টে গেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় পাশে ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে জানান, সকালে শ্রীপুর সানসিটির মাঠ থেকে ক্রেনবাহী একটি গাড়ি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা হয়।
পথে মহাসড়কের শ্রীপুর এলাকায় এলে একটি ট্রাককে ওভার টেক করতে গিয়ে গাড়িটি রাস্তার ওপর উল্টে যায়। এতে শ্রীপুর থেকে সড়কের একটি লেন বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে গাড়িটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
** নবীনগর-চন্দ্রা মহাসড়কে ৬ কিলোমিটার যানজট
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।