ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ অ্যাসল্ট মামলায় ৯ ছাত্রলীগ নেতার জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পুলিশ অ্যাসল্ট মামলায় ৯ ছাত্রলীগ নেতার জামিন

সিলেট: সিলেটে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ নয় নেতাকর্মী। 

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিলেটের চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে বিচারক সাইফুজ্জামান হিরো তাদের জামিন মঞ্জুর করেন।

 

তবে ইমন ও মনিরুল ইসলাম নামের দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

জামিন প্রাপ্তরা হলেন- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার (৩৩), জেলা ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম (২৬), সজিব আহমদ তালুকদার (২১), সৌরভ তালুকদার (১৯), সাহেদ আহমদ (২৮), জুবায়ের খান (৩০), মাসুদ আহমদ (২৩), শামসুজ্জামান (২৬) ও সুমন পাল (৩২)।  

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিলেট জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, আইনজীবী সমিতির সাবেক সভাপতি কেএম সমিউল আলম, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মোশাহিদ আলী, অ্যাডভোকেট মখলু মিয়া, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন ও অ্যাডভোকেট প্রবাল চৌধুরী।

গত ২৯ জানুয়ারি রাতে নগরীর ঝর্নারপাড় এলাকায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে ১১ জনকে আটক করে পুলিশ। পরদিন তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই ) হাবিবুর রহমান।  

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭

এনইউ/আরআর/বিএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।