নতুনদের প্রতি আস্থা ও প্রত্যাশা থাকবে
আশুলিয়া, সাভার: বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহম্মদ বলেছেন, আস্থার সঙ্গে যোগ্যতা দিয়ে নতুন সিইসির নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) দায়িত্ব পালন করবে বলে আশা করছি।
নির্বাচন কমিশনের দায়িত্ব সাংবিধানিক। যা দেশ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা আন্তরিকভাবে কাজ করে গেছি। এখন তারা কাজ করবেন। তাদের ওপর আস্থা ও প্রত্যাশা রয়েছে, যোগ করেন বিদায়ী সিইসি।
মঙ্গলাবার (৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টায় সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় কাজী রকিব উদ্দিন আহম্মদের সঙ্গে বিদায়ী নির্বাচন কমিশনার আবদুল মোবারক, শাহ নেওয়াজ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাভেদ আলী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।