মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম মেয়র মীরুসহ ছয় আসামির সাতদিনের রিমান্ড চেয়ে শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন।
দুপুর ১২টার দিকে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আবেদন আমলে নিয়ে ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেন।
এ ছয়জনের বাকিরা হলেন- শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসিরুদ্দিন (৪৮), উপজেলার বারাবেরি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলমগীর, নলুয়া গ্রামের শুকুর আলীর ছেলে আরশাদ আলী, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে নাজমুল ও
শক্তিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহির।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার শ্যামলী এলাকা থেকে সিরাজগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহায়তায় মেয়র হালিমুল হক মীরুকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজাদপুর পৌরসভার মেয়র ও ছাত্রলীগের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মেয়র শর্টগান দিয়ে গুলি ছুড়ছিলেন। সেই ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। এ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই