মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ জাতীয় বধির সংঘের সহযোগিতায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. রনি, সাংগঠনিক সম্পাদক তৌকির রহমান মিঠুন, সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবন্ধীদের সহায়তা করতে হবে। তা না হলে সমাজ ও রাষ্ট্র সঠিকভাবে এগিয়ে যেতে পারবে না। উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ হবে। কারণ প্রতিবন্ধীরাও সমাজ বা রাষ্ট্রের অংশ।
মানববন্ধন থেকে বাংলা ইশারা ভাষা দিবস সফল করার আহ্বান জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/