মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগান মধ্যপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরীফ বাগান ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রথম ছাত্র।
পারিবারিক সূত্র জানায়, গত রাতে শরীফ বাড়ি থেকে বের হয়। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। পরে কলা বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কেন এবং কী কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। মোবাইল ট্র্যাকিং থেকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএএএম/আরআইএস/আরআই