ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

মেলা উপলক্ষ্যে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কালেক্টর চত্বর থেকে একটি ৠালি বের হয়। ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও অডিটোরিয়ামে এসে র‌্যালিটি শেষ হয়।

ৠালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক আব্দুল আওয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশ সুপার ফারহাত আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রমুখ।

সভা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কাজী হাসান আহমেদ। তিন দিনব্যাপী এ মেলায় সরকারি-বেসরকারিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬৫টি স্টল তাদের উদ্ভাবনী প্রদর্শন করে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।