মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার মংলা-খুলনা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওসমান (৩৫) ও সোহাগ (৩২)।
ওসমান আলী মংলা পৌর যুবলীগের সদস্য বলে জানিয়েছেন মংলা উপজেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান জসিম।
বাগেরহাটের কাটাখালি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে মংলাগামী বালুবোঝাই একটি ট্রাক শ্যামবাগাত এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দু্ই আরোহী নিহত ও একজন আহত হন। আহত হায়দারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
এনটি