নির্বাচন কমিশনার ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন বাংলানিউজকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের ৪টার দিকে সচিবালয়ে রেডি থাকতে বলেছেন।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ বাংলানিউজকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ নেই।
নুরুল হুদাকে প্রধান করে সোমবার (৬ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বাকি চার কমিশনার হিসেবে রয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন।
সার্চ কমিটির কাছে ১০ জনের তালিকা থেকে তাদের চূড়ান্ত করার পরে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমআইএইচ/ওএইচ/এএ
** জেনে নিন নতুন সিইসিকে