ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পরিচিতি বৈঠকে বসছেন নতুন ইসি সদস্যরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পরিচিতি বৈঠকে বসছেন নতুন ইসি সদস্যরা

ঢাকা: সাবেক সচিব কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত নতুন নির্বাচন কমিশন (ইসি) সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হতে বৈঠকে বসছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সচিবালয়ে বসার কথা রয়েছে।

নির্বাচন কমিশনার ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন বাংলানিউজকে বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের ৪টার দিকে সচিবালয়ে রেডি থাকতে বলেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ বাংলানিউজকে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ নেই।

তারা নিজেদের মধ্যে বসতে পারেন।

নুরুল হুদাকে প্রধান করে সোমবার (৬ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাকি চার কমিশনার হিসেবে রয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন।

সার্চ কমিটির কাছে ১০ জনের তালিকা থেকে তাদের চূড়ান্ত করার পরে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমআইএইচ/ওএইচ/এএ

**
জেনে নিন নতুন সিইসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।