আটক যুবকরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া রিয়াজনগর এলাকার আলমগীর হোসেনের ছেলে আশরাফুল আলম প্রিন্স (৩৫) ও সিটি করপোরেশনের মজলিশপুর এলাকার মজিবুর রহমানের ছেলে মামুন (৩০)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এসপি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে ৫০ পিস ইয়াবা ও একটি ব্যক্তিগত গাড়িসহ আশরাফুল আলম প্রিন্সকে আটক করা হয়।
পরে স্বীকারোক্তিতে তার বাড়ি থেকে আরো ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ রাউন্ড বন্দুকের গুলি, পয়েন্ট টু-টু বোর পিস্তলের ৫৭ রাউন্ড গুলি, গুলি বানানোর ডাইস, অস্ত্রের বাট, দু’টি চাপাতি ও ১২টি ট্যাব উদ্ধার করা হয়। পরে মজলিশপুর এলাকা থেকে তার সহযোগী মামুনকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭/আপডেট: ১৬১৭
আরএস/এএটি/এএ