মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সুদেব ভৌমিক ওই গ্রামের মৃত তাপস ভৌমিকের ছেলে।
স্থানীয়রা জানান, সুদেব ভৌমিক বংশাল থানার সুরিটোলা এলাকায় একটি গার্মেন্টস কারখানার শ্রমিক ছিলেন। সোমবার বিকেলে সুদেব ভৌমিক কাজ শেষে বাড়িতে আসেন। পরে তিনি বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফিরে আসেননি।
এদিকে, ভোর ৫টার দিকে বাড়ির পাশের বাঁশ ঝাড়ের কাছে একটি গাছে সুদেবের মরদেহ ঝুলতে দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়েন স্থানীয় এক ব্যক্তি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন এবং থানায় খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুদেবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
কাওয়ালিপাড়ার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কিছু বলা যাচ্ছেনা।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি/আরএ