মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
মুস্তফা কামাল বলেন, মঙ্গলবার একনেক সভায় গুরুত্বপূর্ণ ৮ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে দুই হাজার ৭১ কোটি ৮০ লাখ টাকা ব্যয় করা হবে। সরকারি অর্থায়নে পুরোটা ব্যয় করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এমসি/এসআরএস/পিসি