মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সদর উপজেলার ১০ নম্বর নলটোনা গাজি মাহমুদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাবেয়া ওই গ্রামের হাসানের স্ত্রী।
স্থানীয়রা জানান, আট বছর আগে গাজি মাহমুদ গ্রামের হাসানের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাসান রাবেয়ার ওপর নির্যাতন করতো। এর জের ধরে দুপুরে ঘরের আঁড়ার সঙ্গে রাবেয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ওই গৃহবধূর মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি