মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের বাজার স্টেশন এলাকায় পৌরসভা রোডে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
ডিফেন্ডার আসলাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শহীদুল ইসলাম, স্থানীয় সাংবাদিক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, স্বপন চন্দ্র দাস, গোলাম মোস্তলা রুবেল, দিলীপ গৌর ও রিংকু কুণ্ডু।
এসময় বক্তারা শিমুল হত্যার মূল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এবং আসামিদের শুধু গ্রেফতার নয়, দ্রুত বিচার আইনে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ