ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ৫ মাদকসেবীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সৈয়দপুরে ৫ মাদকসেবীর জরিমানা

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবনের দায়ে পাঁচ মাদকসেবীকে দুই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ জরিমানা করেন।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- শহরের নতুন বাবুপাড়ার মৃত আকবর আলীর ছেলে রাজিব (২৯), মুন্সিপাড়া জোড়াপুকুরের মোস্তাক আহমেদের ছেলে মঞ্জুর আহমেদ (২৫), সদরের যাদুরহাট বেড়াডাঙ্গার আবজার রহমানের ছেলে শাহীন ইসলাম (৪০), একই এলাকার সোলেমানের ছেলে রশিদুল (৩৬) ও পঞ্চগড় জেলার বানিয়াপাড়ার তারাপদের ছেলে গণেশ (৩০)।

সৈয়দপুর সার্কেলের এএসপি জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, সকালে শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক সেবনের সময় ওই পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক প্রত্যেককে দুই হাজ‍ার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।