ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কোনো বিতর্কিত ব্যক্তিকে সিইসি নিয়োগ দেননি রাষ্ট্রপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
কোনো বিতর্কিত ব্যক্তিকে সিইসি নিয়োগ দেননি রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু/ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাষ্ট্রপতি কোনো বিতর্কিত বা সমালোচিত ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেননি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবলায়ে নিজ কার্যালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তাই আমার দলের পক্ষ থেকে এ কমিশনের ওপর আস্থা আছে।

ইনু বলেন, রাষ্ট্রপতির সংবিধানিক ক্ষমতা বলে ইসি নিয়োগের পন্থা বা নিয়োগ নিয়ে বিতর্ক করার সুযোগ নেই।

বিএনপির প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচনকে বস্তুনিষ্ঠ করতে সহায়তা করুন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।