মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবলায়ে নিজ কার্যালয়ে নতুন নির্বাচন কমিশন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা কর্মজীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ইনু বলেন, রাষ্ট্রপতির সংবিধানিক ক্ষমতা বলে ইসি নিয়োগের পন্থা বা নিয়োগ নিয়ে বিতর্ক করার সুযোগ নেই।
বিএনপির প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচনকে বস্তুনিষ্ঠ করতে সহায়তা করুন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএম/ওএইচ/এএ