ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পৌর কাউন্সিলরদের ৮ দফা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পৌর কাউন্সিলরদের ৮ দফা দাবি ৮ দফা দাবিতে পৌর কাউন্সিলরদের মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কাউন্সিলদের বৈষম্যমূলক ও অসম্মানজনক মাসিক সম্মানী ভাতা দেওয়ার প্রতিবাদে ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে সংগঠনের সভাপতি মো. আকতারুজ্জামান বলেন, পৌরসভাগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাউন্সিলরদের মূল্যায়ন করতে হবে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি কাউন্সিলরদের মাসিক সম্মানী আট হাজার টাকা নির্ধারণ করেছেন, যা অসম্মানজনক ও বৈষম্যমূলক।

তিনি বলেন, আমরা এ বৈষম্যমূলক আচরণ মানি না। পৌর সভাগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। এ সঙ্গে কাউন্সিলদের সময় উপযোগী ভাতা দিতে হবে।

আট দফা দাবিগুলো হলো, সময় উপযোগী মাসিক সম্মানী, বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে দেওয়া, পৌর কাউন্সিলরদের পদমর্যাদা নির্ধারণ করা, পরিচয়পত্র দেওয়া, মেয়রদের ন্যায় প্রশিক্ষণের ব্যবস্থা করা ও পৌরসভার নির্বাচন পদ্ধতির পরিবর্তন করা ইত্যাদি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মধু, সহ-সভাপতি মো. সাইফুর রহমান রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।