মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে সংগঠনের সভাপতি মো. আকতারুজ্জামান বলেন, পৌরসভাগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাউন্সিলরদের মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, আমরা এ বৈষম্যমূলক আচরণ মানি না। পৌর সভাগুলোকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে। এ সঙ্গে কাউন্সিলদের সময় উপযোগী ভাতা দিতে হবে।
আট দফা দাবিগুলো হলো, সময় উপযোগী মাসিক সম্মানী, বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে দেওয়া, পৌর কাউন্সিলরদের পদমর্যাদা নির্ধারণ করা, পরিচয়পত্র দেওয়া, মেয়রদের ন্যায় প্রশিক্ষণের ব্যবস্থা করা ও পৌরসভার নির্বাচন পদ্ধতির পরিবর্তন করা ইত্যাদি।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মধু, সহ-সভাপতি মো. সাইফুর রহমান রাজ্জাক, যুগ্ম সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন জনি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএ/ওএইচ/আইএ