মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডে রাস্তা পারাপারে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গার্মেন্ট কর্মীদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কিছু দিক-নির্দেশনা দেওয়া হয়।
গার্মেন্ট কর্মীদের উদ্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, আপনারা রাস্তা পারাপারের জন্য অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন।
তিনি বলেন, একটু সময় বাঁচাতে তাড়াহুড়া করে রাস্তা পারাপার থেকে আপনারা বিরত থাকবেন। এতে আপনি নিরাপদ থাকবেন, কোনো যানজটের সৃষ্টিও হবে না।
ডিসি ট্রাফিক অনুরোধ জানিয়ে বলেন, রাস্তার যেসব স্থানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস আছে সেই স্থানে দয়া করে রাস্তার মধ্যে ঝুঁকি নিয়ে পারাপার হবেন না। একটু দূরে হলেও কষ্ট করে ফুটওভার ব্রিজ ব্যবহার করুন।
গার্মেন্ট কর্মীদের কিছু ছবি ও ভিডিও দেখিয়ে প্রবীর কুমার রায় বলেন, এলোমেলো হয়ে কখনও রাস্তা পারাপার করবেন না। আমরা অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা প্রত্যাশা করি না। যখন রাস্তা পারাপার হবেন তখন অবশ্যই ফুটওভার ব্রিজ ব্যবহার করবেন। ট্রাফিক আইন মেনে চলুন। পারাপারে কোনো সমস্যা হলে অবশ্যই ট্রাফিক পুলিশকে অবিহিত করুন।
প্রবীর কুমার বলেন, মহাখালীতে একজন এসএসসি পরীক্ষার্থী সড়ক দুর্ঘটনায় মারে গেছে। এর কিছুদিন আগে হোটেল লা মেরিডিয়ানের সামনে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এটা খুব মর্মান্তিক ঘটনা। অনেকে রাস্তায় চলাচলের সময় কানে হেডফোন ব্যবহার করেন। এটা করা যাবে না। এতে গাড়ির হর্ন শোনা যায় না।
অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা যখন বাসা থেকে বের হবেন তখন হেডফোন খুলে পকেটে রাখুন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রফিক উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. নাজমুল হাসান, সিনিয়র সহকারী কমিশনার (এসি এডমিন) ইয়াসমিন সাইকা পাশা, ট্রাফিক এসি (মহাখালি) খোরশেদ আলম, ট্রাফিক এসি (বাড্ডা) ফেরদৌসী রহমান, অ্যাপারেল ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এসজেএ/জিপি/এমজেএফ