ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

'বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ আমি'

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
'বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ আমি' সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান, ছবি: রানা

ঢাকা: বাংলাদেশে আমার থেকে অধিকারহীন ও নির্যাতিত মানুষ আর একজনও নেই। আমি বাংলাদেশের নাগরিক হয়েও এ দেশে আমরা কোনো অধিকার নেই।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি)  বেলা ১১টায় ঢাকা রিপোর্টস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সংবাদ সম্মেলনের আয়োজন করে আমার দেশ পরিবার।

মাহমুদুর রহমান বলেন,  গত ৫ বছর বিনা অপরাধে জেল খাটার ফলে আমার শরীরে সব ধরনের রোগ বাসা বেধেছে। ডাক্তার বলেছেন দেশের বাইরে গিয়ে অপারেশন করাতে। কিন্তু দেশের বাইরে গিয়ে চিকিৎসা করার অধিকার আমার নেই। সুপ্রিমকোর্ট আমাকে শুধু যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দিয়েছেন সেটাও আবার ১ মাসের জন্য। কিন্তু যুক্তরাজ্য আমাকে ভিসা দেয়নি। তারা নাকি মনে করেছে আমি যুক্তরাজ্য গেলে আর ফিরে আসবো না। '


তিনি বলেন, বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে মাহমুদুর রহমানের কোনো মানবাধিকার থাকতে নেই। আজ আমার কথা বলার অধিকার নেই। ঠিক মতো চলাফেরা করারও অধিকার নেই। একজন মানুষের মানবাধিকার লঙ্ঘন করা তো দেশের সংবিধানের পরিপন্থী।

বিগত ৪ বছরের সাংবাদিক নির্যাতনের চিত্র তু্লে ধরে মাহমুদুর রহমান বলেন, 'বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা যে হরণ করা হয়েছে তার প্রমাণ হচ্ছে দেশের সাংবাদিক নির্যাতনের ঘটনা। আপনারা দেখেন গত চার বছরে সাংবাদিক হত্যা হয়েছে ১৫ জন, আহত হয়েছে ৮১৬ জন, গ্রেফতার হয়েছে ২৬ জন, মামলা হয়েছে ২০০ জনের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর এসব নির্যাতনের কোনো বিচার হয়নি। এ সব নির্যাতনের বিরুদ্ধে সাংবাদিক সমাজ প্রতিবাদ করেছে কিন্তু কোনো লাভ হয়নি। ফ্যাসিবাদী সরকারের আমলে আন্দোলন করে কোনো লাভ হয়না। আমি জেল খানায় বসেও লিখেছি এখনও লিখছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান  শওকত মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজি, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহামদ ও ফরহাদ মজহার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১৭
এমএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।