ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পীরগাছায় মাটিচাপা পড়ে ভাটা শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
পীরগাছায় মাটিচাপা পড়ে ভাটা শ্রমিকের মৃত্যু

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় কাজ করার সময় মাটিচাপা পড়ে আজিজ মিয়া (৩৭) নামে ইটভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক শ্রমিক।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কল্যানি ইউনিয়নের বড়দরগাহ এলাকায় ফিরোজ ও ইদ্রিশ মিয়ার ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল আজিজ কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মৃত ইছার উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মত সকালে ইটভাটায় কাজ শুরু করেন শ্রমিকরা। এ সময় হঠাৎ মাটিচাপা পড়ে আব্দ‍ুল আজিজ ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় কালু মিয়া নামে অপর এক শ্রমিক গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত কালুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) মর্গে পাঠিয়েছে।

পীরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রাথমিকভাবে কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।