ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হাসিকে নির্যাতনকারীর বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
হাসিকে নির্যাতনকারীর বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন বগুড়ায় হাসিকে নির্যাতনকারীর বিচারের দাবিতে মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মণিকা শারমিন হাসিকে কুপিয়ে হত্যা চেষ্টাকারীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সাতমাথায় এ কমসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের জেলা কমিটির সভাপতি দিলরুবা নূরীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা বাসদের আহ্বায়ক সাইফুল ইসলাম পল্টু, জেলা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান, রাধা রানী বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন চলছে। একইভাবে মণিকা শারমিন হাসিকে পাশবিক কায়দায় নির্যাতন করা হয়েছে। যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

মানববন্ধন থেকে অবিলম্বে হাসির নির্যাতনকারীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।