ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু শামসু বাহিনীর প্রধান নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু শামসু বাহিনীর প্রধান নিহত  সুন্দরবনে বন্দুকযুদ্ধে দস্যু শামসু বাহিনীর প্রধান নিহত

বাগেরহাট: সুন্দরবনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু ওরফে কোপা শামসু (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জর শ্যালা নদী সংলগ্ন মৃগমারী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি এক নলা বিদেশি বন্দুক, দু’টি এক নলা দেশি বন্দুক, ৩৬ রাউন্ড গুলি ও দু’টি ধারালো রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর উপ অধিনায়ক মেজর মনির আহম্মেদ বাংলানিউজকে জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬ এর একটি টহল দল মঙ্গলবার সকালে সুন্দরবনের ওই এলাকায় যায়। এসময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে বনের ভেতর থেকে গুলি ছুড়তে শুরু করে দস্যুরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা গুলি বিনিময়ের পর দস্যুরা পিছু হটে গভীর বনে পালিয়ে যায়। পরে সেখান থেকে দস্যু শামসু বাহিনীর প্রধান শামসু ওরফে কোপা শামসুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় শামসুকে উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধে দুই র‌্যাব সদস্যও আহত হন।

এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।