ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবিতে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ঢাবিতে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিচার্স ক্লাবের সামনে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে তার পায়ে গুলি লেগেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রমনা জোনের এডিসি আজিম উল হক বাংলানিউজকে বিষয়টি জানান। তিনি বলেন, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে ওই ব্যক্তি যাচ্ছিলেন, তাকে লক্ষ্য করে গুলি করা হলে প্রথমে মোবাইলে এবং পরে পায়ে গুলি লাগে।

আহত ব্যক্তির নাম মনিরুজ্জামান মাসুম (৩০); তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ছিলেন। তবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।  মাসুম দাবি করেছেন ছিনাতাই নয়, পূর্ব শক্রততা জেরে এই কাণ্ড।

প্রত্যক্ষদর্শী জানান, বন্ধুসহ মোটরসাইকেলে করে বিদেশ ট্যুরে যাওয়ার পাসপোর্ট নিয়ে এজেন্সি অফিসে যাচ্ছিলেন তিনি। এসময় ৪টি মোটরসাইকেল টিচার্স ক্লাবের সামনে তাদের গতিরোধ করে পাসপোর্ট সংবলিত ব্যাগ নিয়ে টানাটানি করে। ব্যাগ না দেওয়ায় মানুষ আসতে দেখে মাসুমের পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। কিন্তু গুলিটি তার প্যান্টের পকেটে থাকা মোবাইলে লেগে পায়ে আঘাত হানে।

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বাংলানিউজকে বলেন, তিনি আমাদের ছাত্র না, বাইরের। তার ব্যাগে পাসপোর্ট ছিল, ওইটা না দেওয়াতে গুলি করে ছিনতাইকারীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বরক সিদ্দিক জানান, দুই মোটরসাইকেলে করে চারজন আসেন। ছিনতাই ও পূর্ব শত্রুতার বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
পিএম/এসকেবি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।