ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গভবনে বিদায়ী ইসি সদস্যরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
বঙ্গভবনে বিদায়ী ইসি সদস্যরা কাজী রকিবউদ্দীন আহমদ

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হাদিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টায় বঙ্গভবনে পৌঁছান তারা।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে শেষ সাক্ষাতের সময় চেয়েছিলেন কমিশন। রাষ্ট্রপতি ৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায় সময় দেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সঙ্গে বিদায়ী ইসি গত ৫ ফেব্রুয়ারি শেষ সাক্ষাত করেছেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে। কেননা, তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন। তাই ৮ ফেব্রুয়ারি তারা পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন।

এক্ষেত্রে ব্যাতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বীয় পদেই থাকছেন।

রাষ্ট্রপতির সঙ্গে শেষ সাক্ষাতে রকিব কমিশন তার পাঁচ বছরের নানা কার্যক্রম তুলে ধরবেন।

এদিকে রাষ্ট্রপতি, নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিশন গঠন করায়, তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে ইসি সচিবালয়। নতুন কমিশন শপথ গ্রহণের পরে দায়িত্ব নেবেন।
 

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
ইইউডি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।