তারা হলেন- হাসান বাহিনীর আলমগীর হোসেন (৩৪) ও সুমন (২৭)। দুজনই সদর উপজেলার দেওভোগ মাদ্রসা এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করা জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
এর আগে আদালতে দেওয়া ১৬৪ ধারায় সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দির তথ্য মতে ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাতে দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম পিপিএম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে বাবুকে হত্যা করে হাসান বাহিনী। গত বছরের ১০ নভেম্বর বাবু হত্যার পরদিন হাসানকে প্রধান আসামি করে আরও ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন নিহত বাবুর বড় ভাই মাহমুদুল ইসলাম সুজন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
জিপি/এমজেএফ