ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সফিরহাটে বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সফিরহাটে বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন সফিরহাটে বিজিবি’র নতুন ফাঁড়ির উদ্বোধন

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সফিরহাট এলাকার ৮৮৫ নম্বর মেইন পিলার সীমান্তে বিজিবি’র নতুন একটি ফাঁড়ির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উত্তর-পশ্চিমাঞ্চলীয় জোনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহ্রিয়ার আহম্মেদ এনডিসি, পিএসসি এ নতুন ফাঁড়ির উদ্বোধন করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শাহ্রিয়ার আহম্মেদ এনডিসি, পিএসসি বলেন, এলাকায় নতুন বিজিবি ফাঁড়ি গড়ে উঠলে এলাকার ও সীমান্তের উন্নয়ন ঘটে।

এছাড়া এলাকায় মাদক ও চোরাচালান কমে যায়।

তাই এ সময় তিনি বিজিবিকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের মানুষকে অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বিজিবি রংপুর ৭ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন, ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মুহীদ উল আলম, বাউরা কোম্পানি কমান্ডার মোবাশ্বের খাঁন, নতুন ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন, পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহাফুজ আলম, বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।