মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের বাড়ি কোড়ালিয়ায় তাকে দাফন করা হয়।
এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার আট ন¤¦র ওয়ার্ডের কলেজপাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সকাল সাড়ে ৮টার দিকে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আকিল মাহমুদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল পৌনে ৩টার দিকে গ্রামের বাড়ি কোড়ালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
জানাজা পরিচালনা করেন-পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. নুরুল আলম।
জানাজায় উপস্থিত ছিলেন-বরগুনা দুই আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা, সাবেক পৌর মেয়র মল্লিক মোহাম্মদ আইউব, পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মান্নান হাওলাদার, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী, শিক্ষকসহ স্থানীয়রা।
মুক্তিযোদ্ধা আকিল মাহমুদ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের আগে তিনি পাকিস্তানী সেনাবাহিনীতে যোগদান করেন। পরে ১৯৭১ সালে যুদ্ধ চলাকালে তিনি ছুটি নিয়ে দেশে আসেন। পরে ৯ ন¤¦র সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনীতে চাকরি থাকায় তিনি বঙ্গবন্ধুর ৩২ ন¤¦র বাসায় দায়িত্বরত ছিলেন। এসময় তিনি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের খেলার সাথী হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই সময় আকিল মাহমুদকে বঙ্গবন্ধু আদর করে ‘বড় খোকা’ বলে ডাকতেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি/আরএ