ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণের মেয়রকে উচ্ছেদের হুমকি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দক্ষিণের মেয়রকে উচ্ছেদের হুমকি  হকার্স সমন্বয় পরিষদের সমাবেশ, ছবি: রানা

ঢাকা: পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হলে অচিরেই মেয়র সাঈদ খোকনকে  উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হকার সমন্বয় পরিষদের নেতারা।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত হকার সমাবেশ থেকে এ হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

পরিষদের আহ্বায়ক আবুল হোসেন বলেন, সরকারের পেটোয়া বাহিনী দিয়ে নির্যাতন ও দোকান ভাঙচুর করে হকারদের আন্দোলন থামানো যাবে না।

হকারদের উচ্চেদ করার আগে তাদের পুনর্বাসনে নীতিমালা তৈরি করুন। পুনর্বাসন নীতিমালা বাস্তবায়ন করলে পেটোয়া বাহিনী লাগবে না, হকাররা নিজেরাই সরে যাবে।

তিনি বলেন, আমাদের পুনর্বাসন না করে কোনো কিছু দিয়ে উচ্চেদ করা যাবে না। এটা আমাদের জীবিকা নির্বাহের একমাত্র উৎস।

বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা সেকেন্দার  হায়ৎ বলেন, ‘মেয়র সাহেব আপনি নির্বাচনের সময় ওয়াদা করেছিলেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করবেন না।   কিন্তু আজ আপনি সেই ওয়াদা রক্ষা করেনি’।

সমাবেশে ছিন্নমূল হকার সমিতির সভাপতি কামাল সিদ্দিকী বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যানজট নিরসনের জন্য নাকি হকারদের উচ্ছেদ করা হয়েছে। যানজট কি কমেছে? বরং ফুটপাতে এখন গাড়ির রাজত্ব চলছে।

প্রধানমন্ত্রীর নিকট দাবি জানিয়ে তিনি বলেন, আপনি দারিদ্র্য বিমোচনের জন্য কাজ করছেন। আর আপনার মেয়র দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়ানোর জন্য কাজ করছে। হকার উচ্ছেদের মধ্যে দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়বে কমবে না।

হকার উচ্ছেদ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন- ছিন্নমূল হকার্স লীগের সভাপিতি হারুন-অর-রশিদ, জাতীয় সম্মিলিত হকার জোটের উপদেষ্টা সরদার খোরশেদ ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আবুল হাশেম কবির প্রমুখ।


বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা  ফেব্রুয়ারি ০৭,২০১৭
এমএ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।