ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে চানাচুর ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
সোনাগাজীতে চানাচুর ব্যবসায়ীকে জরিমানা

ফেনী: ফেনীর সোনাগাজীতে ভেজাল চানাচুর তৈরী ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান এ জরিমানা করেন।

ইউএনও মো. মিনহাজুর রহমান জানান, দুপুরে আজিজ বেকারি ও প্রিয়া ফুডের অভিযান চালানো হয়।

এসময় নিন্মমান ও নোংরা পরিবেশে বিষাক্ত পোড়া মবিল দিয়ে চানাচুর ভাজার আপরাধে মালিক জহির উদ্দিনের কাছ থেকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির , সহকারী উপ পরিদর্শক (এএসআই) জাহঙ্গির আলম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাজির খোকন চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।