ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নন্দিত স্মৃতিতে নন্দীপাড়া খাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নন্দিত স্মৃতিতে নন্দীপাড়া খাল দখলমুক্ত নন্দীপাড়া খাল-ছবি-ঊর্মি মাহবুব

ঢাকা: গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছের ছবি এখন বাস্তবে খুব একটা চোখে না পড়লেও বাঙালির স্মৃতির মণিকোঠায় তা আজও রয়ে গেছে। ঠিক তেমনি নন্দীপাড়া খালে বর্তমানে ময়লার ভাগাড় থাকলেও পুরনো সব নন্দিত স্মৃতি রয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের মনে। 

আজ থেকে ৩০ বছর আগে স্কুল থেকে ফিরেই নন্দীপাড়া খালের স্বচ্ছ পানিতে মেতে উঠতো কিশোরেরা বলে জানান স্থানীয় বাসিন্দা মাহমুদ শিবলি সাদিক। শুধু কি তাই সেইসঙ্গে থাকতো মাছ ধরা।

শিবলি বাংলানিউজকে বলেন, সেই দিনগুলো ছিলো অন্যরকম। এই খালকে ঘিরে কতো শত স্মৃতি রয়েছে তা বলা সম্ভব না। ছোটবেলায় বন্ধুরা মিলে দিনে একাধিকবার খালের স্বচ্ছ পানিতে গোসল করেছি। আর এখন আমাদের বাচ্চারা দুর্গন্ধে খালের সামনে দিয়ে নাক বন্ধ করে যায়। তবে দখলমুক্ত করার কার্যক্রম হাতে নেওয়ায় আমরা সত্যি আনন্দিত।  

গ্রীষ্মকালে গরম বাড়লে সন্ধ্যা বা বিকেলে এলাকার নারী পুরুষেরা যেত নন্দীপাড়া খালের পাড়ে। বাতাসে প্রাণ জুড়িয়ে যেত। আনন্দের স্মৃতি স্মরণ করেই মুখে হাসি ফুটে ওঠে স্থানীয় কাজল মিয়ার।  

কিন্তু বছর ২০ আগে থেকেই চোখের সামনে খালটি দখল শুরু হয় বলে জানান তিনি। তিনি বলেন, চোখের সামেন খালটা মরে গেলো। নেই সেই স্বচ্ছ পানি, বাতাস আর সৌন্দর্য। এখন খাল দখলমুক্ত করা হয়েছে কিন্তু আমরা চাই খালের সংস্কার করা হোক যাতে পুরোনো সৌন্দর্য আবার ফিরে আসে।  

শিবলি বাংলানিউজকে বলেন, এই খালে গত ১০ বছরে কয়েকবার উচ্ছেদ কার্যক্রম চলেছে। কিন্তু কিছুদিন পর থেকেই আবার খাল দখল শুরু হয়। আমরা চাই খালটি সংস্কার করা হোক। কাঁটাতারের বেড়া দিয়ে দিলে কেউ আর দখল করতে পারবে না।  

তিন দিনব্যাপী খাল দখলমুক্তকরণ কার্যক্রম চলছে নন্দীপাড়া এলাকায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তার দ্বিতীয় দিন। এরই মধ্যে খালের ওপর অবৈধভাবে দখল করে তৈরি করা প্রায় ১ হাজার দোকান ভেঙে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭

ইউএম/আরআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।