মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বাংলা ইশারা ভাষায় ভাব আদান-প্রদানের প্রাথমিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুরের উপ-পরিচালক শংকর শারণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরসিপিএইচ টঙ্গীর উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সমাজসেবা কর্মকর্তা মো. আমির হোসেন, মো. বোরহান উদ্দিন, ইফ্ফাত আরা মনিরা চৌধুরী, শাহাদত হোসেনসহ প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা।
উপ-পরিচালক শংকর শারণ সাহা বলেন, বাক ও শ্রবণ প্রতিবন্ধিরা আমাদের সমাজেরই একটি অংশ। সমাজের মূলধারার সঙ্গে ভাব ও ভাষা বিষয়ক তাদের সীমাবদ্ধতাকে অতিক্রম করার চেষ্টা এ আয়োজনের উদ্দেশ্যে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরএস/জিপি/এএ