মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম এ খবর বাংলানিউজকে জানান।
এসআই জানান, সোমবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাবুল পাশার স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও মৃত আব্দুল করিম বারেকের ছেলে আবু কালাম (২৫)।
আটকদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এএটি/আইএ