ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দৌলতপুরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার দৌলতপুরে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের জামালপুর এলাকায় অভিযান চালিয়ে ৬০১ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ৪৭ বিজিবি’র জামালপুর বিওপি’র ক্যাম্পের টহলদল এ অভিযান চালায়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে জামালপুর বিওপি’র একটি টহল দল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজির’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৬০১ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধার করা ফেনসিডিল ও গাঁজার মূল্য প্রায় তিন লাখ টাকা। এগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হবে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।