মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ৪৭ বিজিবি’র জামালপুর বিওপি’র ক্যাম্পের টহলদল এ অভিযান চালায়। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৭ বিজিবি’র উপ-অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে জামালপুর বিওপি’র একটি টহল দল সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে জামালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজির’র সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ৬০১ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধার করা ফেনসিডিল ও গাঁজার মূল্য প্রায় তিন লাখ টাকা। এগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া হবে বলেও জানা যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি