ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নকলে সহযোগিতা করায় দপ্তরির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নকলে সহযোগিতা করায় দপ্তরির কারাদণ্ড

ভোলা: ভোলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা কেন্দ্রে নকলে সহযোগিতা করার দায়ে কবির হোসেন নামে এক স্কুলের দপ্তরিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাহাইদুল ইসলাম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কবির সদর উপজেলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত রয়েছেন।

ইউএনও অফিসের অফিস সহকারী জসিম বাংলানিউজকে জানান, সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিল কবির। এসময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক ইউএনও বিষয়টি টের পেয়ে তাকে আটক করে এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।