মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাহাইদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত কবির সদর উপজেলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত রয়েছেন।
ইউএনও অফিসের অফিস সহকারী জসিম বাংলানিউজকে জানান, সকালে শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ইংরেজি প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নকল সরবরাহ করছিল কবির। এসময় কেন্দ্রে দায়িত্বরত পরিদর্শক ইউএনও বিষয়টি টের পেয়ে তাকে আটক করে এ দণ্ডাদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/