জাতীয় সংসদ ভবন থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে ২০১৯ সালের মধ্যে ২ লাখ ৮০ হাজার গৃহহীন মানুষকে পুনর্বাসন করা হবে। ‘কোনো মানুষ গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত আওয়ামী লীগের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
গৃহহীন মানুষকে পুনর্বাসিত কর্মসূচির আওতায় চলতি ২০১৬-১৭ অর্থবছরে ১৫ হাজার গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হবে।
২০১৭-১৮ অর্থবছরে ৫০ হাজার পরিবার ও ২০ হাজার ভূমিহীন পরিবারকে ব্যারাকে পুর্নবাসন করা হবে।
এরপর ২০১৮-১৯ অর্থবছরে ১ লাখ ১০ হাজার পরিবারকে নিজ জমিতে ঘর ও ২০ হাজার ভূমিহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ব্যারাকে পুনর্বাসন করা হবে বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএম/এএ
** শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।