মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রীতি ও প্রীতি ভোলা শহরের উকিল পাড়ার মো. রিপনের মেয়ে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, কিছুদিন আগে আইচা বাজার এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে রীতি ও প্রীতি। মঙ্গলবার দুপুরে তারা খেলা শেষে নানা বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃতদেহ পায়।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই