ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
চরফ্যাশনে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে রীতি ও প্রীতি নামে জমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চর মানিকা ইউনিয়নের দক্ষিণ আইচা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রীতি ও প্রীতি ভোলা শহরের উকিল পাড়ার মো. রিপনের মেয়ে।

তারা স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ সিকদার জানান, কিছুদিন আগে আইচা বাজার এলাকায় নানা বাড়িতে বেড়াতে আসে রীতি ও প্রীতি। মঙ্গলবার দুপুরে তারা খেলা শেষে নানা বাড়ির পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা এসে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মৃতদেহ পায়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।