ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠা হবে ‘পল্লি উন্নয়ন একাডেমি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠা হবে ‘পল্লি উন্নয়ন একাডেমি’

ঢাকা: প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লি অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপিত ‘বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি বিল-২০১৭’ পাস করা হয়েছে। বিলটি রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা কার্যকর হবে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংসদ পাসের জন্য উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বিরোধীদল জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, নুরুল ইসলাম মিলন ও রওশন আরা মান্নান বিলটি জনমত যাচাই-বাছাই করার প্রস্তাব করলে তা কণ্ঠভোটে বাতিল হয়।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পাসের প্রস্তাব কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মিতক্রমে পাস হয়।

পাস হওয়া বিলে ২০১১ সালে সামরিক শাসনামলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে জারি করা অধ্যাদেশগুলো বাতিল হয়ে গেলে আইনটিও রহিত হয়ে যায়। পরবর্তীতে রহিত অধ্যাদেশ বলে গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর আইনি শূন্যতা সমাধানে ২০১৩ সালে বাতিল আইনগুলোর কার্যকারিতা অব্যাহত রাখার স্বার্থে অধ্যাদেশ কার্যকরণে বিশেষ বিধান জারি করেন রাষ্ট্রপতি।

গত ২৯ সেপ্টেম্বর আগের অধ্যাদেশ রহিতক্রমে আইনটি পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে জাতীয় সংসদের অধিবেশনে এ বিল উত্থাপিত হয়। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট অর্ডিন্যান্স ১৯৮৬ রহিতক্রমে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি আইন-২০১৬ বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার সময় থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষির আধুনিকীকরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়নে অনেক মডেল সৃষ্টি করেছে। দেশে-বিদেশে অধিকতর সমাদৃত হয়েছে। জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এর আইনি কাঠামো আরও শক্তিশালীকরণ প্রয়োজন। এজন্য আইনের খসড়া বিলটি গত এপ্রিল মাসের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আওতাধীন পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি পল্লি উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লি অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএম/ওএইচ/এএ

**
২০১৯ সালের মধ্যে ৩ লাখ গৃহহীন মানুষ পুনর্বাসন হবে
** শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।