ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নুরুল হুদা কমিশনের শপথ গ্রহণের চিঠি প্রধান বিচারপতির দফতরে

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
নুরুল হুদা কমিশনের শপথ গ্রহণের চিঠি প্রধান বিচারপতির দফতরে

ঢাকা: কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন নবগঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের (ইসি) শপথ পাঠ করানোর জন্য প্রধান বিচারপতির বরাবর চিঠি পাঠিয়েছে ইসি সচিবালয়। এক্ষেত্রে প্রধান বিচারপতি যখন ইচ্ছাপোষণ করবেন তখনই নতুন কমিশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) আমরা জানতে পারবো, কখন শপথ গ্রহণ হচ্ছে।

নতুন কমিশনের শপথ গ্রহণের জন্য পাঠানো চিঠিতে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের মেয়াদ উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী মেয়াদ পূর্ণ করবেন ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে নব গঠিত কমিশনের চার জনের শপথ গ্র্রহণ ৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী যে কোনো করা যাবে।

এদিকে বর্তমান কমিশনের নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ মেয়াদ পূর্ণ করবেন আগামী ১৪ ফেব্রুয়ারি। সেক্ষত্রে নবগঠিত কমিশনের একজন সদস্যকে ১৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী যে কোনোদিন শপথ পাঠ করানো যাবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই শপথ পাঠ করাবেন।
 
ইসি সচিব বলেন, একাধিক দিনে শপথ গ্রহণ হলে নবগঠিত কমিশনের সদস্যরাও একাধিক দিনে দায়িত্ব নেবেন। এতে পরবর্তী কমিশন গঠনের ক্ষেত্রে এই বিষয়টি থেকে যাবে। আর এই সমস্যা কেবল মোকাবেলা করার একটি উপায় আছে। তা হলো যদি সবার শপথগ্রহণ একদিনেই হয়।

এই বিষয়টি আবার নির্ভর করবে প্রধান বিচারপতির ইচ্ছার ওপর। তিনি যদি মনে করেন, একাধিক দিনে তাঁর সময় হবে না, তবেই কেবল একদিনে শপথ গ্রহণ হবে। আর তা করতে হবে ১৫ ফেব্রুয়ারি থেকে পরবর্তী যে কোনো দিন।
উল্লেখ্য, নুরুল হুদাকে প্রধান করে সোমবার (৬ ফেব্রুয়ারি) পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বাকি চার কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম ও ব্রি জে (অব.) শাহাদৎ হোসেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।