ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় তিন শিক্ষার্থী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
রাজশাহীতে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় তিন শিক্ষার্থী বহিষ্কার

রাজশাহী: রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় নকল করার দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ ব্যাপারে শিক্ষা বোর্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী, ছাতারভাগ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী ও পাবনার সুজানগরের রাণীনগর বহু: উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবারের ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মোট এক লাখ ৬৩ হাজার ১শ’ ২১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে অংশ নেয় এক লাখ ৬২ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪শ’ ২৯ জন শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএস/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।