সাক্ষাতের সময় সিইসির সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও মো. শাহ নেওয়াজ এবং ইসি সচিব সিরাজুল ইসলাম।
মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইসি সচিব বাংলানিউজকে জানান, বিদায়ী কমিশন রাষ্ট্রপতিকে তার পাঁচ বছরের নানা কার্যক্রম তুলে ধরেছেন।
পাঁচ সদস্যের বর্তমান ইসির কাজী রকিবউদ্দীন আহমদ, আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন। সে অনুযায়ী তাদের কর্মকালের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি। আর নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ দায়িত্ব নিয়েছিলেন ওই বছরের ১৫ ফেব্রুয়ারি। ফলে তার মেয়াদ পূর্ণ হবে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি।
যদিও একজন কমিশনার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন, তবুও এই কমিশনের বিদায় অনুষ্ঠান ৮ ফেব্রুয়ারি রাতেই আয়োজন করছে ইসি সচিবালয়। যেহেতু সিইসিসহ তিন নির্বাচন কমিশনার এদিন শেষ অফিস করছেন, তাই এদিনই বিদায় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
এদিকে, কেএম নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নতুন ইসি গঠন করেছেন রাষ্ট্রপতি। সোমবার (০৬ ফেব্রুয়ারি) তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে তাদের শপথ গ্রহণের সময়ও নির্ধারণ হয়েছে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায়। এরপরই নতুন কমিশন দায়িত্ব নেবেন।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
ইইউডি/আইএ