ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

‘পোশাক রফতানির টাকা দেশে ফেরত আসছে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
‘পোশাক রফতানির টাকা দেশে ফেরত আসছে না’

জাতীয় সংসদ ভবন থেকে: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কথার সূত্রধরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, গার্মেন্টস (পোশাক) রফতানির একটি ডলারও ফেরত আসেনি। পোশাক রফতানির টাকা কোথায় যায়? এ অবস্থা হলে পোশাক রফতানি করে কোনো লাভ হবে না।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ প্রশ্ন তুলেন ফিরোজ রশিদ। অর্থনীতিক ক্ষেত্রে চরম অস্থিরতা বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান উল্লেখ করেছেন ‘২৯৭ কন্টেইনার পোশাক রফতানি করা হয়েছে, যার একটি ডলারও দেশে ফেরত আসেনি। ’

এনবিআর চেয়ারম্যানের এই কথাটি উল্লেখ করে ফিরোজ রশিদ বলেন, গার্মেন্টেসের টাকা কোথায় যায়? সংসদীয় কমিটিতেই জানানো হয়েছে ওইসব টাকায় মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় সেকেন্ড হোম করা হয়েছে। পোশাক রফতানি করে হাজার, হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়, সেই টাকার অধিকাংশ এখন দেশের বাইরে থেকে যাচ্ছে।

তিনি বলেন, এ টাকা দেশে ফেরত না আসলে গার্মেন্টস (পোশাক) রফতানি করে লাভ হবে না। সব জায়গায় চরম অনিয়ম চলছে। অর্থনীতির ক্ষেত্রে একদমই এলোমেল। এটার কোনো হিসাব-নিকাশ নেই, কে কার কাছে হিসাব দেবে?

তিনি আরও বলেন, কৃষি ব্যাংকে পদে পদে দুর্নীতি অনিয়ম। কৃষকের টাকা কর্মকর্তাদের পকেটে। যে টাকা কৃষকের পাওয়ার কথা ছিল। কৃষি ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থা ভেঙে পরেছে, না হয় দুর্নীতিগ্রস্ত হয়ে পরেছে। কৃষিমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কৃষকের টাকা যদি এভাবে লুটপাট হয়, তাহলে কৃষকের কাছ থেকে ভালো রেজাল্ট পাবেন না।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এসএম/ওএইচ/আইএ

**
অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন নীরব
** দারিদ্র্য বিমোচনে প্রতিষ্ঠা হবে ‘পল্লি উন্নয়ন একাডেমি’
** ২০১৯ সালের মধ্যে ৩ লাখ গৃহহীন মানুষ পুনর্বাসন হবে
** শপথ নিয়েই অধিবেশনে যোগ দিলেন হাছান ইমাম খাঁন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।