মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার যাত্রাসিদ্ধি গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা হালিমা খাতুনকে কুপিয়ে আহত করে ছেলে রিপন।
স্থানীয় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছেলে রিপনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এমএএএম/জিপি/এএ