ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে ছেলের হাতে মা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
গফরগাঁওয়ে ছেলের হাতে মা খুন

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে হালিমা খাতুন (৪৫) নামে এক মাকে কুপিয়ে হত্যা করেছে তারই পাষণ্ড ছেলে রিপন মিয়া (৩০)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হালিমা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার যাত্রাসিদ্ধি গ্রামে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা হালিমা খাতুনকে কুপিয়ে আহত করে ছেলে রিপন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ছেলে রিপনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এমএএএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।