নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, রিজিয়া তার মেয়ে এলিজার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জাগুয়ায় নিজ বাড়িতে বসবাস করতেন। বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে কর্মরত হাবিব নামে প্রতিবেশী ও তার পরিবারের সঙ্গে রিজিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল।
এর জের ধরে হাবিব ও তার পরিবার রিজিয়াকে প্রায়ই নির্যাতন করতেন। গত ২০ দিনে তারা দুইবার রিজিয়াকে মারধর করেন। সেসময় তিনি হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে দু’দিন আগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন রিজিয়া।
প্রতিবেশী কামাল মৃত রিজিয়ার ছেলের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, মৃত্যুর আগেরদিনও হাবিব ও তার স্ত্রী রিজিয়াকে মারধর করেন। এরপর মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধী নাতি স্কুল থেকে বাড়িতে গিয়ে নানীর মরদেহ দেখতে পান।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহের বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এমএস/আরবি/আরএ