ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

তিন বছর পর কবর থেকে নায়িকা অন্তরার হাড়গোড় উত্তোলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
তিন বছর পর কবর থেকে নায়িকা অন্তরার হাড়গোড় উত্তোলন

ঢাকা: তিন বছর পর চিত্রনায়িকা পারভীন আক্তার লাকি ওরফে অন্তরার (৩৩) মরদেহ কবর থেকে উত্তোলন কর‍া হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাসুদ রানার উপস্থিতিতে অন্তরার মা আমেনা খাতুনের শনাক্ত মতে তা উত্তলোন করা হয়েছে।

কবর খুঁড়ে ময়নাতদন্তের জন্য শরীরের ৬৭টি হাড় ও মাথার খুলি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলাম বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ২০১০ সালের ২৬ মে শফিকুল ইসলাম খোকনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে আইয়ান ইসলাম নামে এক পুত্র সন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ২ জানুয়ারি অন্তরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মগবাজার মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকের দিকে হাড়গোড় ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে আসে। ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
এজেডএস/জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।