ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
মাগুরায় দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প মাগুরায় দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প

মাগুরা: ২০২১ সালের মধ্যে দেশে দুই লাখ আইটি প্রফেশনাল তৈরি ও এ খাত থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার উপার্জনের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে মাগুরায় দিনব্যাপী আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খন্দকার আজিম আহমেদ এ ক্যারিয়ার ক্যাম্পের উদ্বোধন করেন। ‍

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ও আইসিটি ডিভিশনের আয়োজনে ক্যাম্পটি পরিচালনা করেন এলআইসিটি প্রোজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট আসাদুর রহমান নাইম।

এতে জেলার বিভিন্ন কলেজের প্রায় ৫শ’ ছাত্র-ছাত্রী অংশ নেয়।

ইন্টারস্পিড অ্যাকটিভেশন লিমিটেডের অ্যাকাউন্ট ম্যানেজার শাহাদত হোসেন শামীম বাংলানিউজকে জানান, ২০২১ সালের মধ্যে দেশে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সারাদেশে ২০ লাখ দক্ষ আইটি প্রফেশনাল তৈরির কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে শিগগিরই জেলায় জেলায় আইসিটির ওপর টপ অফ ও ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হবে। এরই অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করতে এ ক্যারিয়ার ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।