মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে দাস বাড়ির গোপাল দাসের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে।
ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, দাস বাড়িতে গাড়ি ঢোকার মতো যাতায়াত ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের প্রবেশ করতে দেরি হয়েছে। এ কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বাংলানিউজকে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে এক বান টিন ও ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। পরে তাদের আরও সহায়তা করা হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
আরবি/আরএ